কেশবপুর(যশোর)প্রতিনিধি: কেশবপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করা হয়েছে। ২৮সেপ্টেম্বর সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন সভাপতিত্বে বক্তৃতা করেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মশিউর রহমান, সহকারী প্রোগ্রামার আব্দুস সামাদ প্রমুখ।
একইবিকেলে জাগ্রত নাগরিক কমিটির (জানাক) উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, লিফলেট ক্যাম্পেইন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। জানাকের আহবায়ক কনক দে’র সভাপতিত্বে ও সদস্য সচিব উৎপল দে’র পরিচালনায়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আসাদুজ্জামান, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, যুব উন্নয়ন কর্মকর্তা পুলক কুমার শিকদার, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মশিউর রহমান, অধ্যক্ষ জাকির হোসেন, লেখক তাপস মজুমদার প্রমুখ।







