Saturday, December 6, 2025

কেশবপুরে প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিন পালিত

 

কেশবপুর(যশোর)প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে কেশবপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮সেপ্টেম্বর দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমীনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের পরিচালনায়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, যশোর জেলা আওয়ামীলীগের সদস্য, কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু,সহ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচএম আমীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ার মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, চেয়ারম্যানদের ৮ নং সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহা, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মুনসুর আলী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রমেশ দত্ত, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর বিএম শহিদুজ্জামান শহিদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান খান মুকুল প্রমুখ।

আলোচনা অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন কেশবপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেস ইমাম হাফেজ মোঃ খলিলুর রহমান। দোয়া অনুষ্ঠান শেষে কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শেষ করা হয়।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর