কেশবপুর(যশোর)প্রতিনিধিঃ কেশবপুর শহর থেকে গরু বিক্রি করে বাড়ী ফেরার পথে যশোর -সাতক্ষীরা সড়কের মধ্যকুল ময়লা পোতা নামক স্থানে গরু ব্যবসায়ী আমিনুদ্দিন ইউসুফ মোড়লের নিকট থেকে অস্ত্রের মুখে রাত ৯টার দিকে ২ লক্ষ ৫০ হাজার টাকা ছিনতাই করে নিয়েছে । ২৫ সেপ্টেম্বর রাতে উক্ত মধ্যকুল ময়লাপোতা নামক স্থানে কয়েকজন ছিনতাইকারী ওই টাকা ছিনতাই করে নেয়।
গরু ব্যবসায়ী আমিনুদ্দিন ইউসুফ সাংবাদিকদের জানান আমি দির্ঘদিন ধরে গরুর ব্যবসা করে আসছি। গরু বিক্রির ২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে ওইদিন রাত ৯টার দিকে বাড়ী যাচ্ছিলাম।এসময় মুখোশধারী দু‘ ব্যক্তি অস্ত্রের মুখে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।এরপর হুমকি দেয় ছুটে পালা, নইলে গুলি করে ঝাঝরা করে দেব।তখন জীবনের ভয়ে দৌড়ে পালাতে যেয়ে রাস্তার পাশে মৎস্য ঘেরের মধ্যে পড়ে গেলে চিৎকার দিলেএলাকাবাসী ছুটে এসে আমাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দীন সাংবাদিকদের জানান এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।







