কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাদেরকে দলীয় মনোনয়ন দেবেন, ঐক্যবদ্ধভাবে তাদের বিজয় সুনিশ্চিত করতে হবে। দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে দলের কেউ অবস্থান নিলে কিংবা বিদ্রোহী প্রার্থী হলে তাদেরকে ছাড় দেয়া হবে না। শুক্রবার সন্ধ্যায় ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব বলেন।ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আব্দুল আলিম বাবুল বিশ্বাসের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, শাহাদাৎ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এসএম আনিছুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক বি এম শহিদুজ্জামান শহিদ প্রমুখ।
দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিলে ছাড় দেওয়া হবে না: এমপি শাহীন

আরো পড়ুন






