কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ কেশবপুরের বিদ্যানন্দকাটি ইউনিয়নের বাউশলা রাধ প্রাঙ্গণে ২২সেপ্টেম্বর বেসরকারী উন্নয়ন সংস্থা পরিত্রাণ এর উদ্যোগে করোনা প্রতিরোধে কমিউনিটি মোবিলাইজেশন ও ফ্রি নিবন্ধন কার্ড বিতরণ করা হয়েছে। দাতা সংস্থা ইউকেএইড ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে রাখেন কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ আলমগীর। বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) বিদ্যানন্দকাটি ইউনিয়ন কমিটির কমিটির সভাপতি ভরত দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পরিত্রাণ প্রদীপ প্রকল্পের সমন্বয়কারী মোঃ রবিউল ইসলাম, মনিটরিং অফিসার তাপস মন্ডল, ফিল্ড ফ্যাসিলিটেটর সাহিদা খাতুন, স্বেচ্ছাসেবক সুমন দাস । অনুষ্ঠানে আনলাইনে নিবন্ধনকৃত কার্ড উপস্থিত নারী পুরুষের মাঝে কার্ড বিতরন করা হয় এবং কোভিড ভ্যাকসিন গ্রহনে উদ্বুদ্ধ করা হয়।







