Saturday, December 6, 2025

প্রত্যেককে ৩টি করে গাছের চারা রোপণের আহ্বান এমপি শাহীন চাকলাদারের

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ কেশবপুরে বুধবার বিকেলে বিতরণ করা হয়েছে ১ হাজার ৫০০ তাল গাছের চারা। এছাড়া তালের চারা রোপণ ও পরবর্তী ব্যবস্থাপনা শীর্ষক মাঠ দিবস এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন স্থানীয় সংসদ সদস্য শাহীন চাকলাদার কৃষক লীগের মাধ্যমে বিতরণের জন্য ৫ হাজার ফলদ, বনজ ও ওষুধী গাছের চারা দেন। পাবনার ঈশ্বরদীর বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার বলেন, তাল গাছের চারা রোপণের পাশাপাশি সকলেই অন্তত ৩টি করে গাছের চারা রোপণ করবেন। গাছ রোপণের মাধ্যমে আমরা প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতের হাত থেকে রক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারবো। উপজেলা কৃষকলীগের সাধারণ স¤পাদক রমেশ চন্দ্র দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আবু তাহের সোহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমীন, যশোর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও উপজেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর