Saturday, December 6, 2025

কেশবপুরে স্কাউটসের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ যশোরের কেশবপুরে ১৮সেপ্টেম্বর সকালে স্কাউটসের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আসাদুজ্জামান, উপজেলা সিনিয়র সহকারি শিক্ষা অফিসার মাসুদুর রহমান, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, উপজেলা স্কাউটসের সভাপতি নূরুল ইসলাম খান, প্রধান শিক্ষক নওশাদ আলী, নাজমূল হুদা বাবু, সুলতানা শারিফুন্নেছা, মুনতাজ উদ্দিন, সুপার আব্দুল হালিম প্রমুখ। স্বাগত বক্তব্য দেন, উপজেলা স্কাউটসের স¤পাদক দিন ইসলাম। কাউন্সিল অধিবেশনে সভাপতি বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন কাউন্সিলে নূরুল ইসলাম খান সভাপতি ও দিন ইসলাম সম্পাদক, নাজমুল হুদা বাবুকে কোষাধ্যক্ষ, আব্দুল হালিমকে যুগ্ম সম্পাদক, মুনতাজ উদ্দিন, নিখিল চন্দ্র দাস, হযরত আলী ও আলী রেজাকে গ্রুপ কমিটির সভাপতি এবং সুপার আবুল হালিম ও শিক্ষক জাহাঙ্গীর আলমকে পরিদর্শক করে কমিটির নাম ঘোষণা করেন।

 

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর