Saturday, December 6, 2025

চৌগাছায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নূর হোসেনের মৃত্যু

যশোরের চৌগাছা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও জগদীশপুর গ্রামের কৃতি সন্তান মুক্তিযোদ্ধা ডাঃ নূর হোসেন (৬৮) মৃত্যুবরণ করেছেন। রবিবার সকাল ১০ টায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ অসংখ্য গণগ্রাহি রেখে গেছেন।শনিবার রাত ১১ টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের করোনারি বিভাগে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি রবিবার সকালে মৃত্যুবরণ করেন।
স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, ডাঃ নূর হোসেন দীর্ঘদিন হার্টের সমস্যায় ভুগছিলেন। কয়েকবছর আগে তিনি হার্টের অপারেশন করে মুটামুটি সুস্থ ছিলেন। ইতোপূর্বে তার দুটি পুত্র সন্তান মারা যান। স্ত্রী, পুত্রবধূ ও পৌত্রদের নিয়ে তিনি জগদীশপুর গ্রামে বসবাস করতেন।
এদিকে তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে উপজেলার মুক্তিযোদ্ধাদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মুক্তিযোদ্ধারা সহকর্মীকে একনজর দেখার জন্য ছুটে যান গ্রামে। বিকাল ৫ টায় জগদীশপুর পশ্চিমপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হকের নেতৃত্বে গার্ড অব অনার দেয়া হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান ড. এম মোস্তানিছুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তি, মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। এরপর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

চৌগাছা প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর