Saturday, December 6, 2025

চৌগাছায় মহিলাদের তথ্য সেবা নিয়ে আলোচনা

শ্যামল দত্ত(যশোর) চৌগাছা থেকেঃ যশোরের চৌগাছা মহিলাদের নিয়ে তথ্য সেবা নিয়ে উঠন বৈঠক অনুষ্ঠিত হয়েছে । বুধবার বেলা ১১ টার সময় চৌগাছা তাহেরপুর দাশপাড়ায় তথ্য কেন্দ্রের মাধ্যমে তথ্য সেবা
প্রদানের পাশাপাশি গ্রামীন তৃণমূল মহিলাদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে সচেতনতামূলক ও সেবাগ্রহীতাদের জন্য উঠান বৈঠক অনুষ্ঠত হয়। উঠন বৈঠকে তথ্য আপা প্রিংয়াংকা সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) কাফী বিন কবির, তথ্য সহকারী রোজিনা খাতুন, শাহানারা আক্তার ঋতু, চৌগাছা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত, অশ্রুমোচন থেকে রিংকি বাড়ৈ প্রমুখ। উঠন বৈঠকে ২৫ জন ঋষি সম্প্রদায়ের মহিল দের বিভিন্ন তথ্যসেবা পেতে প্রশিক্ষণ দেওয়া হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর