Saturday, December 6, 2025

বেনাপোলে ৮৩ হাজার কয়েনসহ একজন আটক

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের বেনাপোল আমড়াখালি চেকপোস্ট থেকে ২ ও ১ টাকার মোট ৮৩ হাজার কয়েনসহ আবদুর রহমান (৩০) নামে একজনকে আটক করেছে বিজিবি। কয়েনগুলো ভারতে পাচারের জন্য নিয়ে যাচ্ছিলেন বলে তিনি বিজিবির কাছে স্বীকার করেছেন। শুক্রবার দুপুরে তাকে আটক করা হয়। আটককৃত আবদুর রহমান বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামের আবুল কালামের ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র যশোর-৪৯ ব্যাটালিয়নের শার্শার আমড়াখালী চেকপোস্টের সুবেদার শাহীন রহমান জানান, গোপন সূত্রে জানতে পারি আব্দুর রহমান নামে এক ব্যক্তি ভারতে পাচারের জন্য বিপুল পরিমাণ কয়েন নিয়ে নাভারণ থেকে ইজিবাইক করে বেনাপোলে আসছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির তল্লাশি জোরদার করে আমড়াখালি চেকপোস্টে ইজিবাইকটি থামিয়ে ৭টি বস্তায় থাকা ৮৩ হাজার কয়েনসহ আসামিকে আটক করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্ণেল সেলিম রেজা বলেন, এই করোনাকালীন মাদক, পাচার, চোরাচালান, অনুপ্রবেশ ঠেকাতে দিন রাত ২৪ ঘন্টা সীমান্তে টহল দিচ্ছে বিজিবি। সীমান্ত জুড়ে জনবল বাড়ানোসহ টহল ও বাড়ানো হয়েছে।
আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর