Saturday, December 6, 2025

বেনাপোলে পুলিশ ডেকে ছেলেকে ধরিয়ে দিলেন মা

বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে পুলিশে ফোন দিয়ে একজন মা তার সন্তান ময়না ইসলামকে (৩০)  ইয়াবাসহ ধরিয়ে দিয়েছেন। আটক ময়না ইসলাম বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের শুকুর আলীর ছেলে।বৃহস্পতিবার বেলা ১১ টার সময় পৌরসভার ভবেরবেড় গ্রাম থেকে ২০টি ইয়াবাসহ আটক করা হয়।
ময়না ইসলামের মা বলেন, ময়না ইয়াবা, ফেনসিডিলের ব্যবসা করে, আবার নেশাও। আজ সে ঘরে ইয়াবা রেখেছে এবং সেবন করার প্রস্তুতি নিলে আমি নিজে পুলিশকে খবর দিয়ে ধরিয়ে দেই। বেনাপোল পোর্ট থানার এএসআই মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে ভবেরবেড় গ্রামের শুকুর আলীর বাড়ি যেয়ে খাটের নিচ থেকে ইয়াবাসহ তাকে আটক করি। আটক ময়নাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর