Saturday, December 6, 2025

শার্শায় ডিবি পুলিশের অভিযানে তিন চোর আটক, ৪টি মটরসাইকেল উদ্ধার

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ শার্শা সীমান্তে ৪টি চোরাই মটর সাইকেলসহ ৩ চোরকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় শার্শার নাভারন বাজার হতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত হলেন, শার্শার কাজিরবেড় গ্রামের নজরুলের ছেলে আলামিন(২৭), আমির হোসেনের ছেলে তৌহিদুল ইসলাম(২৮) ও ছাত্তারের ছেলে নাজিম উদ্দীন(৩৩)। যশোর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ রোকন কুমার সরকার জানান,  অভিযান চালিয়ে শার্শার নাভরণ-সাতক্ষীরা মোড় থেকে ৩টি ও বেনাপোল তেলপাম্প এলাকা থেকে ১ টি মটরসাইকেল উদ্ধার করা হয়। এসময় চুরির সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে জানান এ কর্মকর্তা।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর