স্টাফ রিপোর্টার বেনাপোলঃশার্শার নিজামপুর ইউনিয়নের ১৫ আগস্ট উপলক্ষ্যে লাগানো শোক দিবসের বিল বোর্ড ছেড়া হয়েছে। বুধবার গভীর রাতে কোন এক সময় এসব বিল বোর্ড কেটে ছিড়ে ফেলা হয়। শার্শা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম রেজা বিপুল বলেন, ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিল বোর্ড করা হয়। পরে তা বুধবার গোঁড়পাড়া বাজারে বেশ কয়েকটি জায়গায় লাগানো হয়। বৃহস্পতিবার সকালে এসে কর্মীরা দেখেন কে বা কারা এসব বিল বোর্ড ও ব্যানার ছিড়ে ফেলেছে। তিনি ধারণা করেন চেয়ারম্যান আবুল কালামের লোকজন এ কাজ করতে পারে। এবিষয়ে শার্শার নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, এমন জঘন্য কাজ তার কর্মীরা কখনো করতে পারেনা। তবে যারা এ ঘটনার সাথে জড়িত তিনিও চান তাদেরকে আইনের আওতায় আনা হোক। শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বদরুল আলম জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। দূর্বৃত্তদের ধরতে অভিযান অব্যহত রয়েছে।







