Saturday, December 6, 2025

যশোরে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে শহিদুল ইসলাম নামে ৫০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
গত ৯ জুলাই জ্বর, গলাব্যথ্যা, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শহিদুল৷ চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে তিনি মারা যান। মেডিসিন বিভাগের ইন্টার্ন ডাক্তার সৌরভ তার মৃত্যু নিশ্চিত করেন।মৃত শহিদুল ইসলাম যশোর শহরের ঢাকা রোড এলাকার মৃত নিয়ামত আলীর ছেলে৷জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ আহম্মেদ বলেন, করোনাভাইরাস পরীক্ষার জন্য শহিদুলের মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর