Saturday, December 6, 2025

দেশের সকলকে টিকার আওতায় আনছে সরকার: এমপি রণজিৎ

বাঘারপাড়া সংবাদদাতা: যশোর-৪ আসনের এমপি রণজিৎ কুমার রায় বলেছেন, ভ্যাকসিন নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। সকলকেই ধারাবাহিকভাবে ভ্যাকসিনের আওতায় আনা হবে। করোনা সংক্রমণ রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিনামূল্যে গ্রাম অঞ্চলে করোনার টিকা পৌঁছে দিচ্ছেন।
শনিবার সকালে প্রধানমন্ত্রী ঘোষিত যশোরের বাঘারপাড়ায় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, টিকা নেওয়ার বিষয়ে সকলকে আগ্রহী হতে হবে। সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার করতে হবে। স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। টিকা নেওয়ার পরও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলতে হবে। করোনাকালে সরকার অসহায়দের খাদ্য সহায়তা করে চলেছেন। খাদ্য সংকটে পড়লে জরুরী কল সেবা ‘৩৩৩’ নম্বরে কল করলে বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। এসব একমাত্র আওয়ামী লীগ সরকারের মাধ্যমেই সম্ভব।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম জানিয়েছেন, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সকলেই টিকা গ্রহণ করেছেন। তবে প্রত্যেক কেন্দ্রে টিকা নেওয়ার উপস্থিতি ভালো ছিলো। উপজেলার ৯টি কেন্দ্র ও ২৭ বুথে ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। আনন্দ উল্লাস করে টিকা নিয়েছেন। সকাল ৯ থেকে বিকেল ৩ টা পর্যন্ত ৫ হাজার ৩৪০ জন নারী পুরুষের মাঝে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। একই দিনে হাসপাতালে আরো ১২৮ জনকে টিকা দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, পরবর্তী নিদের্শনা আসলে আবারো ক্যাম্পেইন পরিচালনা করা হবে।
উপজেলার দরাজহাট ইউনিয়নের হাবুল্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে ক্যাম্পেইনের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জান্নাত, স্বাস্থ্য ও পরিবাবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম, জেলা আ.লীগের সাবেক সদস্য অধ্যক্ষ আজগর আলী, ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন বাবলু, প্যানেল মেয়র শরিফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মুন্সি বাহার উদ্দীন, নূর মোহাম্মদ প্রমুখ।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর