Saturday, December 6, 2025

১৬ আগস্ট থেকে করোনা টিকা না দিলে যাওয়া যাবেনা বেনাপোল কাস্টমস হাউসে

স্টাফ রিপোর্টার বেনাপোলঃকরোনা সংক্রমণ রোধে বেনাপোল কাস্টমস হাউসে প্রবেশের উপর বিধি-নিষেধ জারি করেছে কর্তৃপক্ষ। ১৬ আগস্ট থেকে টিকা গ্রহনকারীরাই কেবল তাদের বাণিজ্যিক কাজে কাস্টমস হাউসে প্রবেশ করতে পারবেন। বৃহস্পতিবার দুপুরে বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, কোভিড -১৯ করোনা ভাইরাস অনেক আগেই বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে । প্রথম ধাপে এ ভাইরাসে দেশে আক্রান্তও মৃত্যুর হার বিশে^র অনান্য দেশের তুলনায় কম হলেও বর্তমান দ্বিতীয় ধাপে মহামারী আকার ধারণ করেছে। মৃত্যুর মিঝিলে প্রতিদিন ঝরে পড়ছে শত শত মানুষের প্রান। এ অবস্থার মধ্যে সরকারী রাজস্ব আদায় কার্যক্রম সরকার কর্তৃক ঘোষিত জরুরী সেবার আওতাভুক্ত হওয়ায় মৃত্যু ঝুকি নিয়ে কাজ করছে কাস্টমস হাউসের কর্মকর্তা,কর্মচারী ও সংশিষ্ট সকল অংশীজন। তবে করোনা ভাইরাস হতে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি পরিপালন অত্যন্ত জরুরী। এক্ষেত্রে কাস্টমস হাউস সংশিষ্ট অংশীজন ও তাদের প্রতিনিধিকে করোনার টিকা গ্রহনের অনুরোধ করে ১৬ আগস্ট থেকে প্রবেশ সীমিত করা হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর