Friday, December 5, 2025

করোনাঃ যশোরে একই পরিবারে যুদ্ধ করছেন চারজন, হেরে গেছেন একজন

যশোর বেজপাড়া বনানী রোডের ব্যবসায়ী এক পরিবারে ইতিমধ্যে ৫জন করোনায় আক্রান্ত হয়েছেন। তারমধ্যে একজন মারা গেছেন অপর চারজন করোনার সাথে যুদ্ধ  চালিয়ে যাচ্ছেন। যশোরে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যবসায়ী তাপস সাহার মা,  ছেলেও করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার যশোরে আক্রান্ত ২৯ জনের মধ্যে তারা দুইজন। তারা বেজপাড়া বনানী রোডের বাসিন্দা। গত ৬ জুলাই তাপস সাহার স্ত্রী ও ভাই আশীষ সাহা করোনায় আক্রান্ত হন। বর্তমানে এ পরিবারের চারজন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। উল্লেখ্য, যশোর বড় বাজারের মুদি ব্যবসায়ী তাপস সাহা করোনা আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ জুলাই সকাল ৭টার দিকে মারা যান। ওইদিন বিকেল ৩টার দিকে নীলগঞ্জ মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

নিহত তাপস সাহার ছোট ভাই করোনা আক্রান্ত ব্যবসায়ী আশীষ সাহা

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর