যশোরের বেনাপোলে বোমার আঘাতে মা ও ছেলে গুরুতর আহত হয়েছেন। তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, বোনাপোলের বালুন্ডা গ্রামের আক্তারুল ইসলামের স্ত্রী তাসলিমা খাতুন (৪০) ও তার ছেলে দেলোয়ার হোসেন (২২)। দেলোয়ার হোসেন জানান, তার সাথে একই গ্রামের লিটন নামে এক যুবকের বিরোধ চলছিলো। রোববার বিকাল তিন টার দিকে তিনি বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বেনাপোল বাজারে যাচ্ছিলেন। বাড়ি থেকে কিছুটা দূরে আসলে লিটনের নের্তৃত্বে চার-পাঁচ জন তাকে গতিরোধ করে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। এ সময় তার মা তাসলিমা খাতুন বাধাদিতে এলে হামলাকারীরে একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে মা ও ছেলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করে। পরে তাদের অবস্থার অবনতি হলে সন্ধ্যায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এ বিষয়ে বেনাপোল পোর্টথানার ওসি মামুন খান জানান, বিষয়টি তারা শুনেছেন। এবং পুলিশের একটি টিম ঘটনাস্থলে রয়েছে। লেনদেনের জের ঘরে এঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে । তিনি আরও বলেন, এখনো পর্যন্ত কেউই অভিযোগ দেয়নি। তবে বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত চলছে বলে জানান মি. মামুন খান।
রাতদিন সংবাদ







