Saturday, December 6, 2025

মৃত্যুর চার বছর পর যশোর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা হলেন শার্শার গোলাম রসুল

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ মৃত্যু ব্যক্তিকে যশোর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য করায় নানা ধরনের আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। শার্শা উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি এবং জেলা কমিটির সদস্য গোলাম রসুল গত ৫ বছর আগে মারা যান। তিনি উপজেলার গোগা গ্রামের বাসিন্দা। তাকে সম্প্রতি যশোর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসাবে ঘোষনা দেয় কেন্দ্রিয় কমিটি। এ নিয়ে ত্যাগি নেতা কর্মীদের মধ্যে নানা ধরনের ক্ষেভের সঞ্চার হয়েছে। সম্প্রতি যশোর জেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য পদে শার্শার ত্যাগি আওয়ামীলীগ নেতা গোলাম রসুল এর নাম ঘোষনা করা হয়। তার মৃত্যু হওয়ায় জেলা কমিটি এবং কেন্দ্রিয় কমিটি তৃণ মুলের নেতা কর্মীদের খোজ খবর রাখে না বলেও মন্তব্য করেন আওয়ামী নেতাদের কেউ কেউ। গোলাম রসুল এর ছেলে প্রভাষক ফারুক মিয়া বলেন তার পিতা ২০১৭ সালের জুলাই মাসে মারা যান। তিনি আওয়ামীলীগের নেতৃত্ব দিয়েছেন গোগা ইউনিয়ন ও শার্শা উপজেলায়। তবে তার মৃত্যুর ৪ বছর পর আবারও নাম কি ভাবে এল তা আমরা বলতে পারব না। শার্শার গোগা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রশিদ বলেন জেলা কমিটির লোক আমাদের খোঁজ নিলে আজ এ সমালোচনায় পড়তে হতো না। আমাদের দুর্ভাগ্য তাদের প্রয়োজন ছাড়া আমাদের খোঁজ রাখে না। উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু বলেন কি ভাবে এরকম হলো তা আমরা নিজেরাও জানি না।

এ বিষয়ে যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, এটা একটি মিসটেক। তারা কেন্দ্রে গোলাম রসুলের মৃত্যুর প্রসঙ্গ নিয়ে অবগত করেছিলেন। কিন্তু ভূলবসত সেটা পৌঁছায়নি বলে জানান তিনি।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর