খুলনা প্রতিনিধি : খুলনার দিঘলিয়া উপজেলা যুবলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সজলের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত আড়াইটার দিকে ওই উপজেলার সেনহাটি ইউনিয়নের সেনহাটি রেজার রোড আদর্শ গলি নামক স্থানে এ ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনার জেরে শান্ত নামে এক যুবককে পিটিয়ে মারাত্মক জখম করেছে করা হয়েছে। যুবলীগ নেতা সজলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।
স্থানীয়রা জানায়, সেনহাটি রেজার রোড আদর্শ গলিতে যুবলীগ নেতা সজল ও তার ভাই ইব্রাহিম খলিলের বাড়ি। গতকাল গভীর রাতে কে বা কারা ওই বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে যুবলীগ নেতা সজলের মোটরসাইকেল পুড়ে যায় এবং বাড়ির একটি ঘরে আগুনের ফুলকি প্রবেশ করে।
এদিকে, হামলার জেরে বৃহস্পতিবার ভোরে কে বা কারা একই উপজেলার সুগন্ধী গ্রামের শান্ত নামে এক যুবককে পিটিয়ে পা ভেঙে দেয়। ঘটনার পর গুরুতর আহত শান্তকে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে রেখে পালিয়ে যায় তারা। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তির পরামর্শ দেন চিকিৎসক। বর্তমানে শান্ত খুমেক হাসপাতালে চিকিৎসাধীন।
দিঘলিয়া থানার ওসি (তদন্ত) রিপন সরকার বলেন, পেট্রোল বোমা হামলার খবর পেয়ে যুবলীগ নেতা সজলের বাড়িতে যাই। বাড়ির পাশের গ্যারেজে আংশিক পুড়ে যাওয়া মোটরসাইকেল, কিছু কাচের বোতল দেখা গেছে। বাড়ির ভেতরের একটি ঘরে খাটের একটি কর্নারে থাকা বালিশ ও তোষকের কিছু অংশ পুড়েছে।
তিনি আরো বলেন, এ ঘটনার জেরে সজল ও তার লোকজন এক যুবককে মেরে হাত-পা ভেঙে দিয়েছে। ভুক্তভোগী এখন হাসপাতালে। যুবলীগ নেতা সজল আমাদের হেফাজতে রয়েছেন। এ ঘটনায় মামলা হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।







