Saturday, December 6, 2025

ওঠেন ওঠেন, সেহেরি খাওয়ার সময় হয়ে গেছে….

প্রথম রমজান।  রাত তিনটা বাজে। যশোর শহরের জেল রোডে  অনেক দূর থেকে শব্দটা আসছে। টিন বাজানোর শব্দ। যাঁরা এই শব্দের সঙ্গে পরিচিত, তাঁদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। রোজার মাসে সেহরির সময় যশোর বাসীর কাছে এই শব্দের অর্থ জানা। যাঁরা রোজা রাখেন, তাঁদের এখন সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠতে হবে। ‘মুমিন মুসলমান, ওঠেন ওঠেন সেহেরি খাওয়ার সময় হয়ে গেছে। আর ঘুমায়েন না।  রোজদার, দিলদার, ওঠেন; রাত তিনটা  বেজে গেছে’ যারা বলছেন তারা ঘোপ সেন্ট্রাল রোডের রহিম সরদার ও আহাদ শেখ। এক হাতে একটা টিনের বাক্স ও  অন্য হাতে একটা লাঠি! ছন্দের তালে তালে টিন বাজিয়ে চলছেন আর একটু পর পর সুর করে বলে যাচ্ছেন, ওপরের কথাগুলো। যশোর শহরের বিভিন্ন এলাকায় সেহরির সময় এখন এই দৃশ্য চোখে পড়বে। রহিম সরদার জানান,  বৃষ্টি থাকলেও তারা  এই কাজ থেকে থেমে থাকেন না। আহাদ বলেন , ‘আমি বহু বছর ধরে সেহেরির সময় মুমিনদের ঘুম ভাঙানোর জন্য এই কাজ করে আসছি।  প্রতি রোজার মাসে সেহরির সময় তারা  টিন বাজিয়ে, গজল গেয়ে মানুষকে জাগান। এ কাজের জন্য এলাকার লোকজন তাদেরকে রোজার মাস শেষে কিছু সাহায্য করে। তারা ছয়জন পুরো ঘোপ এলাকায় কাজ করেন।  এলাকায় ঘুরে ঘুরে মুমিন মুসলমাদের এই আহ্বান জানান।  দিনের বেলায় তারা রিকশা চালান কেউবা অন্য টুকটাক কাজ করেন । তাদের সঙ্গে কথা শেষ হয়। টিন বাজিয়ে আর ভাঙা গলায় সুর করে ওঠেন ওঠেন সেহেরি খাওয়ার সময় হয়েগেছে  বলতে বলতে চলে যান এক মহল্লা থেকে আরেক মহল্লায়।

বিশেষ প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর