Saturday, December 6, 2025

তরুণদের সাথে নিয়ে কাজ করবে রাতদিন নিউজ

যশোরের জনপ্রিয় অনলাইন পত্রিকা রাতদিন নিউজ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা।তাদের অক্লান্ত পরিশ্রমে পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। এবার আমরা তরুনদের সাথে নিয়ে আমাদের কাজের পরিধিকে আরো এক ধাপ এগিয়ে নিতে চাই। নিত্য নতুন সকল সংবাদ আরও দ্রুততার সাথে জনমানুষের কাছে পৌঁছে দিতে আমরা  নির্ভীক, উদ্যমী এবং সাংবাদিকতা করতে ইচ্ছুক তরুণদের চলার পথের সারথি করতে চাই। আমাদের আহবানে সাড়া দিয়ে আপনিও  রাতদিন নিউজ পরিবারের সদস্য হয়ে নিজ নিজ স্থান থেকে সমাজের কল্যাণে নিজেকে সোপে দিতে পারেন।

শর্তবলীঃ

  • আপনার অব্যশই একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন  থাকতে হবে।এবং নিজ এলাকার জন দুর্ভোগ সংক্রান্ত একটি ছবি সহ প্রতিবেদন অথবা নিজের সাথে সংশ্লিষ্ট  যেকোনো বিষয় নিয়ে প্রতিবেদন পাঠাতে হবে। (ফেসবুক ম্যাসেঞ্জার কিংবা মেইলে)
  • ছবিসহ নিজের ইমেইল থেকে  সিভি / জীবন বৃত্তান্ত পাঠাতে হবে। সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে।
    ( Email: ratdin24news@gmail.com )
  • যে এলাকায় আপনি অবস্থান করবেন সেই এলাকার জন্য আবেদন করতে হবে।
  • রাতদিন নিউজে প্রকাশিত নিউজ অবশ্যই নিজের ফেসবুকে শেয়ার অথবা বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করার মানসিকতা রাখতে হবে।
  • অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে।
  • আবেদনকারীকে সর্বনিন্ম এসএসসি পাশ হতে হবে।
  • আবেদনের শেষ তারিখ ২০ এপ্রিল ২০২১

বিশেষ দ্রষ্টাব্যঃ আমাদের সাথে কাজ করতে কিংবা রাতদিন নিউজ পরিবারে যোগদান করতে কোনো টাকা লাগবে না।  যোগ্যতার উপর ভিত্তি করে আপনাকে মুল্যায়ন করা হবে। এছাড়া প্রয়োজনে ইচ্ছুকদের জন্য সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষন দিয়ে নেয়া হবে।

শুভেচ্ছান্তেঃ

মিরাজুল ইসলাম (ভারপ্রাপ্ত সম্পাদক)

১৪০, জেল রোড ঘোপ যশোর।

মোবাইল: ০১৭১২১৫৭৪৩১

আমাদের ফেসবুক আইডিঃ https://web.facebook.com/ratdinnews.jessore

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর