Saturday, December 6, 2025

খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার পোড়াদহ জংশনে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

বুধবার বিকেলে রাজশাহী থেকে গোপালগঞ্জ যাওয়ার পথে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি পোড়াদহ জংশনে আসার সঙ্গে সঙ্গে চাকা লাইন থেকে পড়ে যায়। এ সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে ট্রেনের গতি কম থাকায় কেউ হতাহত হননি।পাকশী রেলওয়ে পরিবহন বিভাগীয় কর্মকর্তা প্রকৌশলী বীরবল মণ্ডল জানান, সন্ধ্যায় খবর পেয়েই উদ্ধারকারী ট্রেন খবর দেয়া হয়েছে। দ্রুত উদ্ধার কাজ শুরু হবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর