কুষ্টিয়া প্রতিনিধি: পচা সবজি দেয়াকে কেন্দ্র করে কুষ্টিয়া জেলা কারাগারের রক্ষীদের উপর স্থানীয়রা হামলা চালিয়েছেন। এ ঘটনায় কারাগারের সহকারী প্রধান রক্ষীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার রাতে এ সংঘর্ষে আহত কারারক্ষীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় জড়িত সবজি বিক্রেতা ইয়াকুব, রনি ও জয়নাল নামের তিনজন হামলাকারীকে আটক করা হয়েছে। সংঘর্ষের পর থেকে কারাগারের গেইটের আশপাশের দোকানপাট বন্ধ রয়েছে।
কুষ্টিয়ার জেল সুপার তায়েফ উদ্দিন মিয়া বলেন, জেল কারাগারের সামনে ইয়াকুব নামের এক বিক্রেতার সঙ্গে কারাগারের সহকারী প্রধান রক্ষী মামুন হোসেনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সবজি বিক্রেতা তার ছেলে রনি ও স্থানীয় প্রায় ৩০ জনকে সঙ্গে নিয়ে এসে দেশীয় অস্ত্র দিয়ে মামুন এর উপর হামলা করে। এতে মামুন গুরুতর আহত হয়। মামুনের মাথায় ফেটে গেছে। চোখের নিচেও গুরুতর জখম হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহতরা
পরে ওই সবজি বিক্রেতা স্থানীয়দের সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ কারাগারের প্রধান ফটকের অভ্যন্তরে অনুপ্রবেশ করে প্রায় ১০জন কারারক্ষীর উপর হামলা করে। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। মামলার জন্য থানায় প্রস্তুতি চলছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও তাপস কুমার সরকার বলেন, কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত মামুন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি শওকত কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে কয়েজন কারারক্ষী আহত হয়েছেন। এ ঘটনায় তিনজন হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।







