এইচ এম শহিদুল ইসলাম, মোরেলগঞ্জ, (বাগেরহাট) প্রতিনিধি: নির্বাচন কমিশন ঘোষিত তফসীল অনুযায়ী বাগেরহাটের মোরেলগঞ্জে আগামী ১১ এপ্রিল আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মোরেলগঞ্জ ১৬ ইউনিয়নের বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নৌকা মার্কা, বাংলাদেশ খেলাফত আন্দোলন হাত পাখা মার্কা এবং জাতীয় পার্টি লাঙ্গল মার্কা ও স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডের সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যরা বৃহস্পতিবার সকালে মোরেলগঞ্জ উপজেলার দায়িত্বরত রিটার্নিং অফিসারদের কার্যালয়ে চেয়ারম্যান পদে এ মনোনয়ন পত্র দাখিল করেন।বৃহস্পতিবার বিকালে মোরেলগঞ্জ নির্বাচন অফিসার মোঃ মোস্তফা কামাল জানায়,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭৭ সংরক্ষিত আসনে ২১৫ সাধারণ সদস্য পদে ৬৭৮জনসহ সর্বমোট ৯৭০জন, দায়িত্বরত রিটার্নিং অফিসারদের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।







