Friday, December 5, 2025

নড়াইলে ২৮ জন জটিল রোগে আক্রান্তদের অনুদান প্রদান

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ২৮ জন রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (১৫ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাজসেবা অধিদপ্তর, নড়াইলের আয়োজনে এ চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। ক্যান্সার ২১ জন, লিভার সিরোসিস ১ জন এবং স্ট্রোকে প্যারালাইজড রোগে আক্রান্ত ৬ জনসহ মোট ২৮ জন রোগীর মাঝে প্রতিজনকে ৫০ হাজার টাকা করে মোট ১৪ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। জেলা সমাজসেবার উপ-পরিচালক রতন কুমার হালদারের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোঃ ফকরুল আসলাম, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও অনুদান প্রাপ্তরা এ সময় উপস্থিত
ছিলেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর