ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ছয় নম্বর ওয়ার্ডের মেম্বর নজরুল ইসলামের বিদ্যাধরপুর গ্রামের বাড়ির পাটখড়ির ভিতর থেকে দু’ রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে এ অস্ত্র ও গুলি উদ্ধার করে।
কোটচাঁদপুর থানার ওসি মাহবুবুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিদ্যাধরপুর গ্রামের ইউপি সদস্য নজরুল ইসলামের বাড়িতে তল্লাশ চালায় পুলিশ। শনিবার ভোরে ঘণ্টাব্যাপী অভিযানে তার বাড়ির মধ্যে পাটখড়ির ভিতর থেকে একটি পিস্তল ও দু’ রাউন্ড গুলি উদ্ধার করে।
এ ঘটনায় পুলিশ সড়ক দুর্ঘটনায় আহত ইউপি সদস্য নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ আরও জানায়, যেহেতু তার বাড়ি থেকে এ অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে এর সাথে নজরুল জড়িত আছে, নাকি তাকে ফাসানোর জন্য এমন করা হয়েছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।







