Friday, December 5, 2025

ঝিকরগাছার বাঁকড়া বাজারে আগুন

ঝিকরগাছা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া বাজারে একটি দোকানে বৈদ্যুতিক শটসার্কিটে আগুন লাগার পর স্থানীয় জনগণ, ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে কয়েক লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে ভূক্তভোগী সূত্রে জানা গেছে।
রোববার বিকেল সাড়ে ৩টার দিকে বাঁকড়া বাজারের জনতা ব্যাংকসংলগ্ন রব্বানী সাহেব মার্কেটের মেসার্স মা এন্টারপ্রাইজের মালিক আব্দুল গফুরের দোকানে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লাগে। তার দোকানে তুলা, তোষক, বালিশ, গার্মেন্টস সামগ্রী, ফার্নিচারসহ প্লাষ্টিকের পণ্য সামগ্রী ছিল। আগুনে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।
আগুন লাগার খবর দ্রুত বাজারে ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ আগুন নেভানো ও মালামাল সরাতে ব্যস্ত হয়ে পড়েন। পরে উপজেলা ফায়ার সার্ভিস ও বাঁকড়া পুলিশ আগুন নেভাতে সার্বিক সহযোগিতা করেন।
এ ব্যাপারে উপজেলা ফায়ার সার্ভিসের সহকারী কর্মকর্তা আব্দুর রউফ জানান, ‘আমার খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে চলে আসি এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই’।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর