শ্যামল দত্ত চৌগাছা(যশোর) প্রতিনিধিঃ আসন্ন চৌগাছা পৌরসভা নির্বাচনে ৪,৫ ও ৬নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলার পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী যুবমহিলা লীগের সহ- সভাপতি জোছনা খাতুন চশমা মার্কায় গণসংযোগ করেন।
শনিবার ৬ ফেব্রয়ারি দিন ব্যাপি উপজেলা আওয়ামী যুবমহিলা লীগের সহ-সভাপতি জোছনা খাতুন তিনি বিশ্বেসপাড়া,বাক পাড়া,কারিকারপাড়া,মাঠ পাড়া ,থানা পাড়া,দেওযান পাড়া,ঋিষি পাড়া,আদিবাসী পাড়া,ডাক বাংলা পাড়া,পাকিস্থান রোড,মন্ডল পাড়া,নিরিবিলি পাড়া,উপজেলা পাড়ায় চশমা মার্কার গণসংযোগ করেন।
এ সমায় উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ মান্নান (মনু),চৌগাছা বাজার ব্যাবসাহী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব ইবাদৎ হোসেন,যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাডমিরাল আজিজুর রহমান,আব্দুর রাজ্জাক,শহিদুল ইসলাম,মন্টু মিয়া,রিপন হোসেন,আনচার আলী,আছিপ রেদোওয়ান,আজাহার মন্ডল,আদিবাসী পাড়ার কমিটির সুমন সরদার,সাগর সরদার,আসিক,সহ গ্রামের অন্যান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।







