Friday, December 5, 2025

শৈলকুপায় আওয়ামী লীগ প্রার্থীকে সংবর্ধনা

ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শেফালী বেগমকে আজ সংবর্ধনা দেয়া হয়েছে। তিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার মোশাররফ হোসেনের স্ত্রী।

গত ৪ নভেম্বর করোনায় শিকদার মোশাররফ হোসেন মারা যান। তার মৃত্যুতে শূন্য হয় শৈলকুপা উপজেলার চেয়ারম্যান পদ। নির্বাচন কমিশন এ পদে উপ নির্বাচনের তারিখ ঘোষণা করে আগামী ২৮ ফেব্রুয়ারি। এরইফলে আওয়ামী লীগের হাইকমান্ড শৈলকুপায় চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে শেফালী বেগমের নাম ঘোষণা করে। এ দিকে শেফালী বেগম চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মনোনীত হওয়ায় সোমবার সকালে উপজেলা পরিষদ মোড়ে শেফালী বেগমকে সংবর্ধনা দেয়া হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ- ১ শৈলকুপা আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি    আব্দুল হাই। তিনি শৈলকুপায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের অন্যান্য মনোনয়ন প্রত্যার্শীদের উদ্দেশে বলেন, কেউ বিদ্রোহী প্রার্থী হবেন না, দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী দলের নিবেদিত নেতা শিকদার মোশাররফ হোসেনের স্ত্রী শেফালী বেগমকে নৌকা প্রতীক দিয়েছেন। তিনিই আমাদের প্রার্থী। ভেদাভেদ ভুলে নৌকা প্রতীককে জয়যুক্ত করতে হবে।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর