যশোরের ঝিকরগাছা উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য এই স্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে
সোমবার সকাল ১১টায়, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ঝিকরগাছা উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার বসু, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আরব আলী, ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাহিদুল ইসলাম, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, কৃষি সম্প্রসারণ অফিসার মাহবুব আলম রনি, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মাগুরা জেলার নিরাপদ খাদ্য অফিসার ও যশোরের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত অফিসার রিয়াদ হোসেন আবিদ, যশোরের নমুনা সংগ্রহ সহকারী সৌমেন কুন্ডু সাজু সহ ঝিকরগাছা বাজারের হোটেল, মুদি, ফল সমিতির নেতৃবৃন্দ।
আফজাল হোসেন চাঁদ







