Friday, December 5, 2025

কালীগঞ্জ নির্বাচনে নৌকায় আশরাফ ও ধানের শীষে মাহাবুব

ঝিনাইদহ প্রতিনিধি :পঞ্চম ধাপের ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে দলীয়ভাবে মেয়র পদে আ.লীগের থেকে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ও পৌর আ.লীগের সাংগাঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফ। অপরদিকে বিএনপির থেকে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন কালীগঞ্জ উপজেলা শাখার আহব্বায়ক সাবেক মেয়র আলহাজ মাহাবুবার রহমান। গত শনিবার (৩০ জানুয়ায়ি) গনভবনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড এবং অনুরুপভাবে বিএনপির মনোনয়ন বোর্ড পঞ্চম ধাপের ৩১ পৌরসভার মেয়র প্রার্থীর নাম চূড়ান্ত করে।

এদিকে ওইদিন দুপুরের পর কালীগঞ্জ পৌরসভার আ.লীগের দলীয় মেয়র প্রার্থী আশরাফের নাম ঘোষণার পরই কালীগঞ্জে আ.লীগের প্রধান দলীয় কার্ষালয়ের সামনে জড়ো হতে থাকেণ নেতা কর্মী সমর্থকেরা। এ সময় তারা আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ করতে থাকে। বিকালে শত শত নেতা কর্মীর আগমনে শহরে বের করা হয় আনন্দ র‌্যালি।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর