Friday, December 5, 2025

ঝিকরগাছায় সংবেদনশীলতা অধিবেশন অনুষ্ঠিত

যশোরের ঝিকরগাছা উপজেলা পর্যায়ে আইনগত সহায়তা প্রদান কমিটির সদস্যদের সাথে মানব পাচার, জেন্ডার ভিত্তিক সহিংসতা এবং উগ্র সহিংসতার শিকার ব্যক্তির আইনগত অধিকার বিষয়ক ইস্যু নিয়ে সংবেদনশীলতা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে যশোরের জেলা আইন সহায়তা কমিটি এবং রূপান্তর’র যৌথ আয়োজনে, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল’র বাস্তবায়নে ও ইউএসএআইডি’র প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে) এ্যাকটিভিটির অর্থায়নে সংবেদনশীলতা অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে ও রূপান্তর সংগঠনের ফিল্ড অফিসার মোঃ আক্তারুজ্জামান’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ডাক্তার কাজী নাজিব হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুদ হোসেন পলাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশীদ, উপজেলা সমাজসেবা অফিসার এএফএম ওহিদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আরব আলী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন আখতার সুলতানা, ইউনিয়ন পর্যায়ের সকল চেয়ারম্যানবৃন্দ।
আফজাল হোসেন চাঁদ
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর