Friday, December 5, 2025

নাড়াইল ও কালিয়ায় শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শেষ, চলছে ভোটগণনা

সৈয়দ নাইমুররহমানফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ নড়াইল ও কালিয়া পৌরসভায় ব্যাপক উৎসাহউদ্দীপনার মধ্য দিয়ে কোনো রকম সহিংসতা ব্যাতীতই শান্তি পূর্ণ ভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখনচলছে ভোটগণনা। আজ (৩০ জানুয়রি) সকাল ৮টা থেকে কোন বিরতি ছাড়াই বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নড়াইল ও কালিয়া পৌর সভার বিভিন্ন কেন্দ্রে সরেজমিন গিয়ে দেখা গেছে, ভোটারদের উপস্থিতি ছিলো লক্ষ্যনীয়। ভোট দিতে আসা ভোটাররা শান্তি পূর্ণ ভাবে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করে জানান, বিগত কয়েকটি নির্বাচনে ভোটারদের এতো উপস্থিতি দেখাযায়নি। কাউন্সিলর প্রার্থীদের তুমুল প্রতিদ্বন্দ্বিতার কারণে এবার বিপুল সংখ্যক ভোটার ভোট কেন্দ্রে এসেছে বলে ভোটাররা জানান।

নড়াইল পৌরসভায়আওয়ামীলীগের (নৌকা) আঞ্জুমান আরা, বিএনপির (ধানেরশীষ) জুলফিকারআলী ও ইসলামি আন্দোলনের (হাতপাখা) খায়ুরুজ্জামান প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নড়াইল পৌর সভায় আন্ঞুমানারা এবংকালিয়া পৌরসভায় ওয়াহিদুজ্জামান হিরা জয়ী হতে চলেছেন বলে অসমর্থিত সূত্রেজানা গেছে। এরা দুজনেইআ’লীগ মনোনীত প্রার্থী।
নড়াইল পৌরসভায় পৌরসভায়সাধারণকাউন্সিলর পদে ৩৯ এবংসংরক্ষিতকাউন্সিলর পদে ১১জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পৌরসভায় ভোটাররয়েছে ৩৪ হাজার ৩১৩ জন।
অপরদিকে কালিয়া পৌর সভায় আওয়ামীলীগের ওয়াহিদুজ্জামান হিরা ও বিএনপির স.ম. ওয়াহিদুজ্জামান মিলু এবং সাধারণ কাউন্সিলর পদে ৩২জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৯জন প্রতিদ্বন্দ্বিতাকরছেন। এখানে ভোটার রয়েছেন ১৬ হাজার ৩৮৩ জন।
জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিংঅফিসার ওয়ালি উল্লাহ বলেন, সম্পূর্ণ শান্তি পূর্ণভাবে জেলার দুইটি পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনোজাল ভোটবা কার চুপির খবর পাওয়া যায়নি। নড়াইল পৌরসভায় ৭৪.৯২% এবংকালিয়া পৌরসভায় ৮২% ভোট পড়েছে বলে তিনি জানান।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর