শ্যামল দত্ত(যশোর) চৌগাছাঃ পৌরসভা ১ নং ওয়ার্ডের কাউন্সিলার পদপ্রার্থী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু আহসান গণসংযোগ অব্যাহত রেখেছেন। শুক্রবার দিন ব্যাপি উট পাখি মার্কার প্রচারণা চালান পালপাড়া, ঋষিপাড়া, মৃধাপাড়া, মেঠো পাড়া সহ আশপাশের এলাকায়। এ সময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রভাষক আক্তারুজ্জামান লেন্টু ,ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক তুহিন রহমান,ওয়ার্ড আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন, ওযার্ড কমিটির সদস্য আব্দুর ছাত্তার, উজ্জল হোসেন,আওয়ামী লীগের নেতা আশরাফুল ইসলাম আশা,বাবু, জুয়েল,তানিন রহমান প্রমুখ।







