Friday, December 5, 2025

কেশবপুরে সাগরদাঁড়িতে মধুসূদন দত্তের ১৯৭তম জন্মবার্ষিকী পালিত

জাকির হোসেন, কেশবপুর(যশোর) প্রতিনিধি: বাংলা সাহিত্যের রুপকার মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৫জানুয়ারী বিকেলে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে কবির আবক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান বলেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ছিলেন আধুনিক ও অসাধারণ কবি। তার সকল সাহিত্যকর্মে আধুনিকতার ছোঁয়া লেগেই ছিল কবি মানুষ হিসেবে আধুনিক জীবন যাপন করতেন। মাইকেল কপোতাক্ষ নদের কথা তার সনেট কবিতার মধ্যেও তুলে ধরেছেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ-পরিচালক হুসাইন শওকত, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দীন, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুস্তাফিজুল ইসলাম মুক্ত,প্রভাষক কানাইলাল ভট্টাচার্য, কবি খসরু পারভেজ প্রমূখ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর