Friday, December 5, 2025

নড়াইল পৌর নির্বাচনে নৌকা ও বিদ্রোহী সমর্থকদের মধ্যে সংঘর্ষ: ৬০ জনের নামে মামলা

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ নড়াইল পৌরসভা নির্বাচনে নৌকার সমর্থকদের সাথে আ’লীগ বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের এক সংঘর্ষে দু’পক্ষের ৫ থেকে ৬জন আহত হয়েছে। গতকাল (১৯ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে শহরের দূর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ১০টার দিকে আ’লীগের বিদ্রোহী প্রার্থীকে প্রধান আসামি করে ৬০জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা হয়েছে।

শহরের আলাদাত পুরে নৌকা প্রতিকের অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা

জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে শহরের দূর্গাপুর এলাকায় নৌকা প্রতিক এবং আ’লীগ বিদ্রোহী জগ প্রতিকের সমর্থকরা মটরসাইকেল মহড়া দেওয়ার সময় অশ্লিল গালিগালাজ করাকে কেন্দ্র করে দু’পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দু’পক্ষের কয়েক’জন আহত হয়। এ ঘটনার পর রাত ১০টার দিকে আ’লীগের বিদ্রোহী প্রার্থী সরদার আলমগীর হোসেনকে প্রধান আসামি করে ৬০জনের বিরুদ্ধে মামলা সদর থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় ৬জনকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনার কয়েক ঘন্টা পর রাত সাড়ে ১২টার দিকে নৌকা প্রতিকের মেয়র প্রার্থীর বাড়ির পার্শ্বে শহরের আলাদাতপুর এলাকার নির্বাচনী অফিসে আগুন দিয়েছে। এ ঘটনায় অফিসের চেয়ার-টেবিল, নেতা-নেত্রীদের ছবি অফিস পুড়ে গেছে। পরে খবর পেয়ে নড়াইল ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এদিকে একই রাতে পার্শ্ববর্তী ডুমুরতলা এলাকার ঘোড়াখালী মোড়ের অফিসের সামনে চাঁটাই ও বাঁশের তৈরি একটি বড় নৌকা প্রতিক আগুনে পুড়িয়ে দিয়েছে দুবৃত্তরা। আ’লীগ বিদ্রোহী ‘জগ’ প্রতিকের প্রার্থী সরদার আলমগীর হোসেন জানান, হালিম নামে আমার এক সমর্থকের ওপর হামলা চালানো হয়েছে। তিনি নৌকা প্রতিকের নির্বাচনী অফিসে আগুন দেওয়া বা কোনো নির্বাচনী সহিংসতার সাথে যুক্ত নন। এ ব্যাপারে নৌকা প্রতিকের প্রার্থী আনজুমান আরা বলেন, সম্প্রতি ‘জগ’ প্রতিকের লোকজন বিভিন্ন জায়গার নৌকা প্রতিকের পোস্টার ছিড়ে ফেলেছে। এছাড়া নৌকার সমর্থকদের নির্বাচনী কাজে বাঁধা এবং বিভিন্ন ধরনের হুমকিধমকি দেওয়া হচ্ছে। মঙ্গলবার রাতে জগ প্রতিকের সমর্থকরা নৌকার সমর্থকদের অশ্লীল ভাষায় গালিগালাজ এবং তার কর্মীদের ওপর হামলা চালায়। এর কয়েক ঘন্টা পর গভীর রাতে দুবৃত্তরা দুটি অফিস পুড়িয়ে দিয়েছে। নির্বাচনী অফিস পোড়ানোর সাথে আওয়ামী লীগের বিদ্রোহী এবং বিএনপি প্রার্থীর লোকজন জড়িত থাকতে পারে বলে তার ধারনা।নড়াইল সদর থানা ওসি ইলিয়াস হোসেন জানান, মারামারির ঘটনায় জড়িত সন্দেহে ৬জনকে আটক করা হয়েছে। এছাড়া আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর