Friday, December 5, 2025

কেশবপুরে ২ কেজি গাঁজাসহ আটক-২

জাকির হোসেন, কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুরে মঙ্গলবার দুপুরে পুলিশ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তাদের ব্যবহৃত ইঞ্জিন চালিত করিমন থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
থানা সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর-সরসকাঠি সড়কের বরণডালী এসএসজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পাশে একটি ইঞ্জিন চালিত করিমন তল্লাশী করে ২ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলেন  যশোরের শার্শা উপজেলার বালুন্ডা গ্রামের ইমরানের ছেলে ইমদাদুল (৩০) ও খুলনা জেলার তেরখাদা উপজেলার ইখড়ি গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে কালু মোল্লা (৫০)।
থানার উপ-পরিদর্শক ফজলে রাব্বী বলেন, ২ কেজি গাঁজাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত করিমনটিও জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দিন বলেন, আটককৃত দু’জন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর