ঝিনাইদহ,শৈলকুপা প্রতিনিধি: সাংগঠনিক অচলাবস্থা ও দলের অভ্যন্তরীণ কোন্দলের চরম খেসারত গুনল ঝিনাইদহের শৈলকুপা বিএনপি। পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর শোচনীয় পরাজয়ের পর এই আলোচনা এখন ঝড় তুলছে সর্বত্র।
শনিবার সম্পন্ন হওয়া নির্বাচনে বিএনপি মনোনীত খলিলুর রহমান খলিল (ধানের শীষ) ১ হাজার ৪১৩ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে থাকেন। বিএনপি প্রার্থী থেকে কয়েক ভাগ ভোট বেশি পেয়ে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী কাজী আশরাফুল আজম।গত শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। পরে গণনা শেষে ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান।ফলাফলে দেখা গেছে, ১০ হাজার ৪০০ ভোট পেয়ে জয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী আশরাফুল আজম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র তৈয়বুর রহমান খান (জগ) ৬ হাজার ৫৯ ভোট ও বিএনপি মনোনীত খলিলুর রহমান খলিল (ধানের শীষ) ১ হাজার ৪১৩ ভোট পান।শৈলকুপায় ১টি মেয়র পদের বিপরীতে ৪ জন, ৮ জন সাধারণ কাউন্সিলর পদের বিপরীতে ৩২ জন, ও ৩ জন সংরক্ষিত নারী কাউন্সিলর পদের বিপরীতে ১২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এদিকে দলীয় প্রার্থীর শোচনীয় ভরাডুবির পর সাংগঠনিক তৎপরতার বিষয়টি উচ্চারিত হচ্ছে নেতাকর্মীদের মধ্যে। জেলা নেতাদের হস্তক্ষেপ কামনা করে উপজেলা বিএনপির নেতারা বলেন, শৈলকুপায় দলীয় কোন্দল এবং অন্তর্দ্বন্দ্ব একটি প্রধান সমস্যা। যার প্রভাব পড়েছে মেয়র নির্বাচনে।







