এক মাস আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়েছিলেন মোহাম্মদ আমির। তবে সম্প্রতি এই সিদ্ধান্ত থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন তিনি। শর্ত হিসেবে দুজন ব্যক্তিকে তাদের পদ থেকে সরে যাওয়ার দাবি জানিয়েছেন এই ফাস্ট বোলার।
পাকিস্তানের সবচেয়ে প্রতিভাবান পেসারদের একজন মোহাম্মদ আমির। পারফরম্যান্সও খুব খারাপ ছিল না। তবুও প্রধান কোচ এবং নির্বাচক মিসবাহ উল হক এবং পেস বোলিং কোচ ওয়াকার ইউনুসের গুড বুকে না থাকায় পাকিস্তান জাতীয় দলে সুযোগ পেতেন না তিনি। মূলত তাদের কারণেই অবসর নেন আমির। এ কারণে আমির জানিয়েছেন, পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচ মিসবাহ উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিসকে অব্যাহতি দেয়া হলে তখনই অবসর ভেঙ্গে জাতীয় দলে ফিরবেন তিনি।স্থানীয় গণমাধ্যম সামা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে আমির বলেন, আমি বোর্ডকে জানাতে চাই আমি খেলার জন্য প্রস্তুত আছি। কিন্তু সেটা তখনই হবে যদি নতুন টিম ম্যানেজমেন্ট জায়গা করে নেয়।তিনি আরো বলেন, আমি মনে করি না বর্তমান ম্যানেজমেন্টের সঙ্গে সবকিছু আবার ঠিকঠাক হতে পারে। কারণ হুট করে তো আমার মনোভাব বদলে যায় না। তাই মিসবাহ ও ওয়াকার না থাকলে আমি আবারো ফিরতে রাজী।
অনলাইন ডেস্ক







