ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের আওয়ামী লীগের কাজী আশরাফুল আজম নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীকে তার প্রাপ্ত ভোট দশ হাজার আটশ’ ৮৮। আশরাফুল আজম তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী তৈয়বুর রহমান খান জগ প্রতীকে পেয়েছেন সাত হাজার দুশ’ ৮১ ভোট। অন্যদিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী খলিলুর রহমান পেয়েছেন এক হাজার পাঁচ ৬৯ ভোট।উৎসবমুখর পরিবেশে শনিবার ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়।
দু’টি কেন্দ্রে ধাওয়া পাল্টা ধাওয়া এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) তৈয়বুর রহমানের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটলেও বাকি ১৩ কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।নির্বাচনে সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। সকাল থেকেই নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।নির্বাচনে মেয়র পদে চারজন, কাউন্সিলর পদে ৩৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
শৈলকুপা পৌর নির্বাচনে মেয়র হলেন আ‘লীগের কাজী আশরাফুল আজম

আরো পড়ুন






