যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর সদরের বিমানবন্দর সড়কের রেলক্রসিং এলাকায় এ অভিযান চালানো হয়।
ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভূঁঞা জানান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশে একটি টিম অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে দেহ তল্লাশিতে ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৪৫ হাজার টাকা।
গ্রেফতাররা হলেন—ঝিনাইদহ সদর উপজেলার জাহিদুল ইসলাম (৪৩) এবং একই জেলার মাহমুদুল হাসান ওরফে মামুন (৩৯)। তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।







