মাসুদুর রহমান শেখ, বেনাপোল: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বেনাপোল চেকপোস্ট কুলি শ্রমিকদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা সাড়ে ৫টায় বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলি শ্রমিক সমিতির সভাপতি মোঃ অমিত হাসান কালু এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ইকরামুল হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক ইয়ানুর হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, কোষাধ্যক্ষ মিন্টু বিশ্বাস, বেনাপোল পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস আলী ইদু ও সাধারণ সম্পাদক আতিয়ার রহমানসহ সমিতির অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চেকপোস্ট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান।







