যশোর কালেক্টরেট ভবন থেকে ইন্টারনেট, ডিস সংযোগসহ বিভিন্ন ধরনের কেবল (তার) চুরি করার সময় বিপ্লব ওরফে মিটন (৩০) নামে এক যুবককে হাতে–নাতে ধরে ফেলেছেন ভবনের স্টাফরা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়।
আটক মিটন খুলনার ৫ নম্বর খাট এলাকার নুরু বাবুর্চির ছেলে। বর্তমানে তিনি যশোর শহরের চাঁচড়া রায়পাড়ায় বসবাস করেন।
কালেক্টরেট ভবনের নাজির রফিকুল ইসলাম জানান, ভবনটিতে প্রায়ই ইন্টারনেট, টেলিফোন ও ডিস সংযোগের তার চুরি হয়ে থাকে, তবে এতদিন কাউকে আটক করা সম্ভব হয়নি। মাত্র এক মাস আগে ত্রাণ ও দুর্যোগ ভবন থেকে প্রায় ৪০ হাজার টাকার তার চুরি হয়েছিল।
বৃহস্পতিবার সকালে দোতলা থেকে তার খুলে নিচে নামার সময় স্টাফরা মিটনকে ধরে ফেলেন। প্রথমে তিনি চুরির বিষয়টি অস্বীকার করলেও পরে জিজ্ঞাসাবাদে সত্যতা স্বীকার করেন। খবর পেয়ে তার স্ত্রী সায়রা বেগম তিন সন্তানসহ সেখানে এসে ক্ষমা চান।
নাজির রফিকুল ইসলাম জানান, আটক মিটনকে পুলিশের কাছে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।







