Friday, December 5, 2025

যশোরে অটোরিকশা উল্টে শিশু গুরুতর আহত

যশোরে অটোরিকশা উল্টে পড়ে এক শিশুর গুরুতর আহত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর ২০২৫) বেলা সাড়ে ১১টার দিকে কোতোয়ালি থানার আরবপুর ইউনিয়নের ধোপাখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত শিশুর নাম ইব্রাহিম আহমেদ (৫)। তিনি ধোপাখোলা গ্রামের বাসিন্দা রাজু আহমেদের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বাড়ির পাশের সড়কে রাখা একটি অটোরিকশা হঠাৎ পাশ ফিরে উল্টে শিশুটির ওপর পড়ে। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে শিশু ইব্রাহিম হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর