Friday, December 5, 2025

যশোরে ইভেন্ট ম্যানেজমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

যশোরে ইভেন্ট ম্যানেজমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন সাত সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি সদস্য সংগ্রহ কার্যক্রমও শুরু হয়েছে। মঙ্গলবার রাতে শহরের দড়াটানা গাড়িখানায় অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নতুন আহ্বায়ক কমিটিতে ফারুক হোসেন হারুন আহ্বায়ক এবং সাজেদুর রহমান অপু সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক খালেদুর রহমান, সদস্য রূপম রায় চৌধুরি, ফরহাদ বিন মনির রাব্বি, সামিউল আলীম ও লিটন মোড়ল।

সভায় সিদ্ধান্ত হয়, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সকল ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়ীদের নিজ নিজ পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নবায়ন করতে হবে। ট্রেড লাইসেন্স নবায়নের পর তারা সংগঠনের সদস্য হতে পারবেন। এছাড়া প্রতিটি প্রতিষ্ঠানের বাধ্যতামূলকভাবে একটি অফিস থাকতে হবে বলেও সভায় জানানো হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়ী খাইরুজ্জামান সুজন, সনজিৎ দেবনাথ, সুজন কুমার রায় ও শিমুল ভুইয়া। সর্বসম্মতিক্রমে প্রস্তাবগুলো গৃহীত হয়।

উল্লেখ্য, সম্প্রতি যশোরে ইভেন্ট ম্যানেজমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হলেও নানা অসঙ্গতি সামনে আসে। বিষয়টি পর্যালোচনা করে নেতৃবৃন্দ পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। দেড় মাসের মধ্যে নতুন সদস্য অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর