যশোরে মারপিট করে জখমের অভিযোগে ছেলে হাসানুর জাকির বাপ্পীর বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেছেন তার মা। বুধবার জিরাট গ্রামের মৃত মোশারফ হোসেনের স্ত্রী জান্নাতুন নেছা বাদী হয়ে এ মামলা করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমিন অভিযোগটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী রুহিন বালুজ।
মামলার অভিযোগে জানা গেছে, জান্নাতুন নেছা একটি মাদ্রাসায় চাকরি করেন। স্বামীর মৃত্যুর পর সামান্য উপার্জনে তিনি সংসার চালান। আসামি বাপ্পী মাদকাসক্ত। প্রতি মাসে বেতনের টাকা না দেওয়ায় বাপ্পী তাকে খুন-জখমের হুমকি দিত। সম্প্রতি বাপ্পী মায়ের নামে জমি লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। এতে রাজি না হওয়ায় গত ২৫ নভেম্বর বিকেলে বাপ্পী তার মাকে মারধর করে গুরুতর জখম করে। চিৎকার শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। স্থানীয়ভাবে সমাধান না হওয়ায় তিনি আদালতের শরণাপন্ন হন।
রাতদিন সংবাদ







