Friday, December 5, 2025

যশোরে বিপুল হত্যা মামলার আসামি সাগর আটক

শহরের ষষ্ঠীতলা পাড়া বুড়ো পাড়া এলাকায় আশরাফুল ইসলাম বিপুল (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি মেহেদী হাসান সাগরকে (২৪) আটক করেছে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা বাজার থেকে বিপুলকে আটক করা হয়। আটক বিপুল যশোর শহরের নীলগঞ্জ তাঁতীপাড়া এলাকার পালক পিতা আমির হোসেনের ছেলে। কোতোয়ালি থানার এসআই হামিদুর রহমান জানিয়েছেন, ষষ্ঠীতলা পাড়ার রিয়াজউদ্দিন বাপ্পির সাথে সুমাইয়া আক্তার নামে একজনের সাথে বিয়ে হয়। বিয়ের সাত মাসের মধ্যে তাদের মধ্যে মনোমালিন্য হওয়ায় সুমাইয়া বাপ্পিকে তালাক দেয়। এরপর সুমাইয়া বিয়ে করে শেখহাটি এলাকার আক্তার হোসেনের ছেলে আশরাফুল ইসলাম বিপুলকে।

বিয়ের পর থেকে আশরাফুল ইসলাম বিপুল ও সুমাইয়াকে নানাভাবে হুমকি ধামকি দিত বাপ্পি। ফেসবুক মেসেঞ্জারে নানা কুরুচিপূর্ণ কথাবার্তা লিখতো। চলতি বছরের ১২ জুলাই বাপ্পি তার সহযোগীদের দিয়ে ফোন করিয়ে বিপুলকে ষষ্ঠীতলা পাড়ায় ডেকে পাঠায়।রাত আটটার দিকে বিপুল ষষ্ঠীতলা পূর্বপাড়া রোডের হুমায়ুন কবিরের বাড়ির সামনে পৌঁছালে বাপ্পি তার সহযোগী মেহেদী হাসান সাগর, রুবেল, আব্দুর রব ও ইমন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে বিপুলকে।

তারা পালিয়ে গেলে আশেপাশের লোকজন বিপুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে নেয়ার পথে বিপুল মারা যান। এই ঘটনায় নিহতের মা মোমেনা খাতুন কোতয়ালী থানায় একটি মামলা করেন। এই মামলার অন্যতম আসামি মেহেদী হাসান সাগর। তাকে ২ ডিসেম্বর ফরিদপুরের আলফাডাঙ্গা বাজার থেকে আটক করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) মেহেদী হাসান সাগরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর