শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল ৪টায় চৌগাছা প্রেসক্লাব চত্বরে পৌর বিএনপির উদ্যোগে এ দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়।
দোয়া পরিচালনা করেন গুয়াতলী দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল হালিম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়া এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল।
অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, সাবেক উপজেলা বিএনপি সভাপতি জহরুল ইসলাম, যশোর পৌরসভার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট ইসহাক, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।







