আজম খাঁন, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়ায় মেয়াদোত্তীর্ণ ও ডাক্তারি স্যাম্পলের ওষুধ বিক্রির দায়ে তিনটি ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন এবং ওষুধ প্রশাসনের যৌথ উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ঔষধ প্রশাসন যশোরের সহকারী পরিচালক সুলতানা রিফাত ফেরদৌস উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, বাঘারপাড়া হাসপাতাল এলাকার এম এ জামান ফার্মেসিকে ৪ হাজার টাকা, আল আমিন ফার্মেসিকে ৪ হাজার টাকা এবং আরাফ ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন ওষুধ বিক্রি করে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করায় এসব প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালত দণ্ড দেয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন বলেন, জনগণের নিরাপত্তা ও মানসম্মত ওষুধ সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবেই চলবে।







